বিনোদন বিভাগে ফিরে যান

মীনা কুমারীর বায়োপিক পরিচালনা করছেন মণীশ মলহোত্র, কবে মুক্তি পাবে এই ছবি?

July 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডের অন্যতম সফল ও চর্চিত পোশাকশিল্পী মণীশ মলহোত্র। তাঁর পোশাকেই অনন্যসুন্দর আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, কিয়ারা আডবাণী, কৃতি শ্যাননের মতো নায়িকারা। কয়েক দশক ধরে তারকাদের চোখধাঁধানো পোশাকে সাজিয়েছেন তিনি। এবার পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে মণীশ মালহোত্রার। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে পরিচালকের আসনে দেখা যাবে তাঁকে, ২০২৩ নাগাদ এই খবর প্রকাশ্যে আসে।

মুখ্য চরিত্রে কৃতী শ্যাননকে কাস্ট করেছেন মণীশ। চলতি বছর অক্টোবর নাগাদ সে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০২৫-এর আগে এই ছবির কাজ শুরু হবে না। কারণ এখনও সম্পূর্ণ চিত্রনাট্য প্রস্তুত হয়নি। মীনা কুমারীর বায়োপিক তৈরির জন্য যে পরিমাণ গবেষণা প্রয়োজন, তা এখনও শেষ করতে পারেননি মণীশের টিমের সদস্যরা। সে কারণেই ছবির শ্যুটিং পিছিয়ে দিয়েছেন তিনি। কারণ এই ছবির সঙ্গে দর্শকের আবেগ জড়িয়ে থাকবে। তাই কোনও ঝুঁকি নিতে চান না মণীশ। যদিও এ বিষয়ে মণীশ বা কৃতী এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Biopic, #Meena Kumari, #Manish Malhotra, #Bollywood Update

আরো দেখুন