বিনোদন বিভাগে ফিরে যান

মহানায়কের প্রয়াণ দিবসে শহরে শুরু হচ্ছে ‘উত্তম চলচ্চিত্র উৎসব’

July 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৪ জুলাই মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস। সেই তারিখকে মাথায় রেখে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলছে শিল্পী সংসদ। মহানায়ককে ফের একবার স্মরণ করে নেওয়াই এই উৎসবের উদ্দেশ্য। ২৪ তারিখ থেকে ৭ অগাস্ট পর্যন্ত রোজ দুটি করে সিনেমা নন্দনে দেখানো হবে। নন্দনের ১,২ ও ৩ নম্বর প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে উত্তম কুমারের এই সমস্ত ছবি।

৪ জুলাই নন্দনে দেখানো হবে উত্তমকুমারের হিট ছবি ‘সাড়ে চুয়াত্তর’ এবং ‘সবার উপরে’। ২৫ জুলাই দেখানো হবে ‘মৌচাক’ এবং ‘মন নিয়ে’। ২৬ জুলাই দেখানো হবে, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ আর ‘সদানন্দের মেলা’। ২৭ জুলাই দেখানো হবে, ‘রাইকমল’ আর ‘সাথীহারা’। ২৮ জুলাই এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে, ‘চৌরঙ্গী’ আর ‘সূর্যতোরণ’। ২৯ জুলাই দেখানো হবে, ‘উত্তরায়ণ’ আর ‘অন্ধঅতীত’। ৩০ জুলাই দেখানো হবে ‘জীবন তৃষ্ণা’ আর ‘পৃথিবী আমারে চায়’। ৩১ জুলাই দেখানো হবে, ‘রাজকুমারী’ আর ‘কখনও মেঘ’। ১লা অগাস্ট দেখানো হবে, ‘অবাক পৃথিবী’ আর ‘শুন বরনারী’। ২রা অগাস্ট দেখানো হবে, ‘প্রিয়বান্ধবী’ আর ‘পুত্রবধূ’। ৩রা অগাস্ট দেখানো হবে, ‘রাজকন্যা’ আর ‘যদি জানতেম’। ৪ঠা অগাস্ট দেখানো হবে, ‘অভয়ের বিয়ে’ আর ‘শেষ অঙ্ক’। ৫ অগাস্ট দেখানো হবে, ‘শ্যামলী’ আর ‘উপহার’। ৬ অগাস্ট দেখানো হবে, ‘জীবনমৃত্যু’ আর ‘একটি রাত’। শেষদিন, অর্থাৎ, ৭ অগাস্ট দেখানো হবে, ‘সেই চোখ’ আর শেষ ছবি হবে, ‘থানা থেকে আসছি’।

TwitterFacebookWhatsAppEmailShare

#film festival, #Uttam Kumar, #death anniversary, #Nandan

আরো দেখুন