রাজ্য বিভাগে ফিরে যান

আজ ধর্মতলার মঞ্চে থাকতে পারেন অখিলেশ যাদব সহ INDIA জোটের নেতারাও

July 21, 2024 | < 1 min read

আজ ধর্মতলার মঞ্চে থাকতে পারেন অখিলেশ যাদব সহ INDIA জোটের নেতারাও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে পারেন ২০২৪ লোকসভা ভোটের ‘ম্যান অফ দি ম্যাচ’ অখিলেশ যাদব। যোগীকে যিনি ইউপিতে হারিয়েছেন, অযোধ্যায় হারিয়েছেন মোদী ম্যাজিককে। যে অখিলেশ গোটা দেশকে চমকে উত্তর প্রদেশে বিজেপি-কে একের পর এক এক আসনে হারিয়েছেন।

অখিলেশ এখন গোটা দেশের সংবাদমাধ্যমের বড় আকর্ষণ। অখিলেশ আসায় এবার তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ নিশ্চিতভাবেই আলাদা আকর্ষণ পাবে।

সূত্রের খবর, মহারাষ্ট্র থেকে উদ্ভব ঠাকরে, সুপ্রিয়া সুলে আসতে পারেন। আম আদমি পার্টিও প্রতিনিধি পাঠাতে পারে দিদির সভায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#INDIA alliance, #abhishek banerjee, #Dharmatala, #Shahid Dibas, #Akhilesh Yadav, #21 July

আরো দেখুন