‘লোপার’ প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত কয়েক দিন ধরে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি চলছে। কলকাতাতেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। ওড়িশা উপকূলের উপর রয়েছে নিম্নচাপ। যার প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি কিছুটা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে আজ কলকাতায় মাঝারি বৃষ্টি হবে। এরপর সোমবার এবং মঙ্গলবার কলকাতা লাগোয়া একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে বলেছে যে উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি শুক্রবার দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। নিম্নচাপটি বর্তমানে গোপালপুরের প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে কেন্দ্রীভূত এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার বিকেলে পুরীর কাছে ওড়িশা উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে, বুলেটিনে বলা হয়েছে। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘লোপার’। শনিবার সকালে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছে ওড়িশা উপকূল অতিক্রম করার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পরে এটি ওড়িশা ও ছত্তিশগড় জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এটি ধীরে ধীরে দুর্বল হবে।