রাজ্য বিভাগে ফিরে যান

২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল উপভোগ করার, কিন্তু আত্মতুষ্টি নয় – দলের মুখপত্রে কী লিখলেন অভিষেক?

July 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে সবুজ ঝড় বয়ে গিয়েছে। তারপর উপনির্বাচনেও সেই ধারা অব্যাহত ছিল। দলের জয় উপভোগের কিন্তু আত্মতুষ্টির নয়, নেতা-কর্মী-সমর্থকদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মুখপত্র জাগো বাংলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক লেখেন, “ইতিহাস সর্বদা আমাদের শিক্ষক। ইতিহাস স্মৃতি-মেদুরতায় যেমন আমাদের জর্জরিত করে, তেমন কোনও কোনও স্মৃতি উসকে দিয়ে, আমাদের অশ্রুজলে সিক্তও করে। একুশে জুলাই দিনটি আবেগকম্পিত স্মৃতির আলেখ্যে লেখা এক আকাশ ভাস্বর প্রভার নাম। এই দিন শহিদ তর্পণের দিন। প্রতি বছর একুশে জুলাই আমাদের কাছে নবরূপে ধরা দেয়। আমরা প্রতি বছর আজকের দিনে অদম্য লড়াইয়ের চেতনায় পুনরায় উদ্বুদ্ধ হই। শপথ গ্রহণ করি এগিয়ে চলার। দিনটির মাহাত্ম্য আমাদের কাছে অপরিসীম। যে তেরো জন বীর শহিদকে আমরা আজকের দিনে চিরতরে হারিয়েছিলাম, তাঁদের সকলকে বিনম্র চিত্তে জানাই শ্রদ্ধাঞ্জলি।”

আর কি লিখলেন অভিষেক- পড়তে ক্লিক করুন এখানে

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #Dharmatala, #Shahid Dibas, #Jago Bangla, #21 July

আরো দেখুন