অফিসে বসে পর্নোগ্রাফি দেখছেন! সিবিআইয়ের নাম করে টাকা আদায়ের ফাঁদ পাতছে প্রতারকরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাইবার প্রতারকরা নতুন করে টাকা আদায়ের ফাঁদ পাতছে। জেলার একাধিক সরকারি অফিসে এমন ভুয়ো মেল এসেছে। চাইল্ড পর্নোগ্রাফি মামলায় সিবিআইয়ের নাম দিয়ে প্রথমে ভয় দেখানো হচ্ছে। পরে টাকা আদায়ের চেষ্টা চলছে।
এমনই কাণ্ড ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। ইতিমধ্যে একাধিক দপ্তরের অফিশিয়াল আইডিতে মেল এসেছে। যার তদন্ত শুরু করেছে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানা। তদন্তকারীরা জানতে পেরেছেন সিবিআইয়ের নামে পাঠানো নোটিসটি ফেক। সাইবার প্রতারকরাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সই ও সিল জাল করে এমন কাজ করছে। এর পিছনে ভয় দেখিয়ে টাকা আদায়ের চক্র জড়িত বলেই মনে করছেন তদন্তকারীরা। যদিও এখনও টাকা দাবি করা হয়নি।
জেলা সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ বলেন, সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ প্রভাবিত হয়ে যোগাযোগ না করেন। সন্দেহজনক কিছু ঘটলে দ্রুত জানাতে বলা হয়েছে।