রাজ্য বিভাগে ফিরে যান

সব চক্রান্ত ব্যর্থ করে দিতেই হবে, শহিদ দিবসে দলীয় মুখপত্রে কী বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো?

July 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ একুশে জুলাই, প্রতি বছরের মতো এবারেও ধর্মতলায় শহিদ দিবস উপলক্ষ্যে সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। শহিদ দিবসের সকালে প্রতি বছরের মতো এবারেও দলীয় মুখপত্র জাগো বাংলায় দলের কর্মী, সমর্থক ও নেতাদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের কথা লিখেছেন মমতা। আন্দোলনের দিনের কাহিনি উঠে এসেছে প্রতি লাইনে। পাশাপাশি সব চক্রান্ত ব্যর্থ করার ডাকও দিয়েছেন তিনি। একুশে জুলাইয়ের আবেগ, গুরুত্ব, তাঁর কাছে একুশে জুলাই কী এবং আগামীর শপথ নিয়ে লিখেছেন তিনি।

আর কি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়- পড়তে ক্লিক করুন এখানে

TwitterFacebookWhatsAppEmailShare

#Shahid Dibas, #Jago Bangla, #21 July, #Mamata Banerjee, #Dharmatala

আরো দেখুন