রাজ্য বিভাগে ফিরে যান

ওপার বাংলায় বিক্ষোভের জের, এপার বাংলার মাছে টান!

July 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। উত্তাল গোটা বাংলাদেশ। বাণিজ্যে আন্দোলনের প্রভাব পড়েছে। যার জেরে মাছের বাজারে টান পড়েছে। কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে মাছ ব্যবসায়ীদের। বাংলাদেশ থেকে মাছ আসছে না। হাওড়ার পাইকারি মাছ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে মাছ আমদানি করা হয় প্রতিদিন। কিন্তু, আন্দোলনের জেরে গত তিন চার দিন ধরে আমদানি একেবারেই বন্ধ।

বাংলাদেশ থেকে দৈনিক প্রায় ১০০ টন ট্যাংরা, ভেটকি, পাবদা, পাঙাস, পমফ্রেট মাছ আমদানি করা হয় হাওড়া মাছের বাজারে। তিন-চার দিন ধরে আমদানি বন্ধ। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকায় তাঁরা অনলাইনে টাকা পাঠাতে পারছেন না। নতুন অর্ডারও দিতে পারছেন না। যার জেরে প্রতিদিন গড়ে দু-আড়াই কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে মাছ ব্যবসায়ীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh protests, #West Bengal, #fish, #Bangladesh

আরো দেখুন