← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
রাষ্ট্রপতি পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাইডেন, নতুন প্রার্থী নিয়ে জল্পনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নভেম্বরে আমেরিকায় নির্বাচন। একটি চিঠিতে জো বাইডেন জানালেন তিনি রাষ্ট্রপতি পদে লড়তে চান না ডেমোক্র্যাটদের হয়ে। নিজের এক্স হ্যান্ডেলে বাইডেন লেখেন, “দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমার সরে দাঁড়ানো প্রয়োজন। আমার মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠ ভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই।”
নভেম্বরের নির্বাচনে তাঁরই লড়ার কথা ছিল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কমলা হ্যারিস ছাড়াও দৌড়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও।