পাঠক্রমে মোহনবাগান ক্লাবের ইতিহাসকে অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক শহরের তিন-তিনটে শতাব্দীপ্রাচীন ক্লাব। এখনও দেশের ক্রীড়া মহলে, বিশেষত ফুটবলে, সমানভাবে প্রাসঙ্গিক। দু’টো ক্লাব রয়েছে জাতীয় ফুটবলের প্রথম সারির লিগে, আর একটি উঠে আসার মুখে। ভারতে অন্যত্র এমন নিদর্শন নেই। এমনকী আন্তর্জাতিক ক্ষেত্রেও বিষয়টি বিরল। এবার কলকাতার সেই তিন প্রধান– ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং যুক্ত হচ্ছে বাংলার পাঠক্রমেও। একাদশ শ্রেণির ‘স্বাস্থ্য ও শরীর শিক্ষা’ বিষয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তিন ক্লাবকে।
একাদশ শ্রেণির পাঠক্রমে মোহনবাগান ক্লাবের ইতিহাসকে অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে। শুধু তাই নয় এ দিনের মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে রাজ্যকে শুভেচ্ছা ও জানানো হয়।
পাশাপাশি সূত্রের খবর এক্সিকিউটিভ কমিটি মোহনবাগানের আরও কিছু অংশ অন্তর্ভুক্ত করতে চায় পাঠক্রমে। সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আরও কিছু প্রস্তাব দিতে পারে মোহনবাগান ক্লাব।