হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

রামায়ণের নায়ক শ্রীরামের কাহিনির সঙ্গে জড়িত একাধিক স্থানে হার BJP-র, দেখুন তালিকা

July 22, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চারশো পারের ডাক দিয়েও উদ্ধত বিজেপি ২৪০ আসনে আটকে গিয়েছে। শরিকদের কাঁধে ভর দিয়ে সরকার গড়েছেন মোদী। দেখা যাচ্ছে, মহাকাব্যের নায়ক, রামের সঙ্গে জড়িত দেশের বহু স্থানে হেরেছে বিজেপি।

শ্রীরামের জন্মস্থান বলে পরিচিত অযোধ্যা ফৈজাবাদ লোকসভার অন্তর্গত। রাম মন্দির নির্মাণ হওয়া সত্ত্বেও ফৈজাবাদ কেন্দ্রে পরাজয়ের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী লাল্লু সিংকে। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে তিনি প্রায় ৫৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন।

রামায়ণ অনুসারে, চিত্রকূটে রামচন্দ্রের বনবাসের প্রথম বছর কেটেছিল। চিত্রকূট উত্তরপ্রদেশের বান্দা লোকসভা আসনের অন্তর্গত। সমাজবাদী পার্টির প্রার্থী কৃষ্ণাদেবী শিবশঙ্করের কাছে ৭০ হাজারের বেশি ভোটে হেরেছেন বান্দার বিজেপি প্রার্থী আরকে সিং প্যাটেল।

সীতাপুরে জন্মেছিলেন সীতা। সীতা মায়ের জন্মস্থানেও বড় পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রাকেশ রাঠোর। বিজেপি প্রার্থী রাজেশ ভার্মাকে তিনি ৭০ হাজারের বেশি ভোটে কংগ্রেস প্রার্থী।

শ্রীরামের গুরু বশিষ্ঠের ভূমি বলে পরিচিত উত্তরপ্রদেশের বস্তি লোকসভা কেন্দ্রটি। সেই আসনেও মুখ থুবড়ে পড়েছেন বিজেপি প্রার্থী হরিশ দ্বিবেদী। সমাজবাদী পার্টির প্রার্থী রামপ্রসাদ চৌধুরী তাঁকে এক লক্ষ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

রামের বনবাসের সঙ্গে জড়িত আরেকটি বিখ্যাত জায়গা হল প্রয়াগরাজ। সেই লোকসভা কেন্দ্রে হেরেছেন বিজেপি প্রার্থী নীরজ ত্রিপাঠী। ১৯৮৪ সালের পর সেখানে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি প্রার্থীকে ৫৮ হাজারের বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী উজ্জ্বল রামন সিং।

নাসিক, মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে অবস্থিত এই শহরে রাবণের ভগিনী শূর্পনখার নাক কেটে দিয়েছিলেন লক্ষ্মণ। নাসিক লোকসভা কেন্দ্রে বিজেপির জোটসঙ্গী শিবসেনার একনাথ শিন্দে গোষ্ঠীর প্রার্থী হেমন্ত গডসে পরাজিত হয়েছেন। তাঁকে দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বিরোধী জোটের উদ্ধব শিবসেনা প্রার্থী রাজাভাউ ওয়াজে।

শ্রীরামের ভক্ত হনুমানের জন্মস্থান বলে পরিচিত কোপ্পলেও জিততে পারেনি বিজেপি। কংগ্রেস প্রার্থী কে রাজাশেখর বাসবরাজ হিতনালের কাছে কর্ণাটকের কোপ্পল আসনের বিজেপি প্রার্থী বাসবরাজ এস কিয়াভাতের ৪৬ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন।

দক্ষিণ ভারতের রামেশ্বরমও রক্ষা করতে পারেনি বিজেপি। জানা যায়, রামেশ্বরমে শ্রীরাম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। রামেশ্বরম তামিলনাড়ুর রামনাথপুরম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসনে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য এইউএমএল দলের প্রার্থী কানি কে নাভাস জয়ী হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#shree ram, #several places, #ramayana, #bjp

আরো দেখুন