খেলা বিভাগে ফিরে যান

বিশ্ব টেনিসের Hall Of Fame-এ লিয়েন্ডার পেজ ও বিজয় অমৃতরাজ, দেখুন কী বললেন Paes

July 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভারতীয় টেনিসের দুই তারকা লিয়েন্ডার পেজ ও বিজয় অমৃতরাজ বিশ্ব টেনিসের ‘হল অব ফেম’-এ জায়গা করে নিলেন। রবিবার সংস্থার তরফে জানানো হয় এই খবর। এই প্রথম এশিয়ার কোনও টেনিস খেলোয়াড় ‘হল অব ফেম’-এ জায়গা পেলেন।

লিয়েন্ডার পেজ ১৯৯৬ অলিম্পিকসের ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ডাবলসে আটটি ও মিক্সড ডাবলসে দশটি গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি। অন্যদিকে, অমৃতরাজ দু’বার উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসের শেষ আটে পৌঁছেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Asia, #Leander Paes, #Hall of fame, #VIJAY AMRITRAJ

আরো দেখুন