‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলার গ্রামীণ অর্থনীতি, কর্মদিবস তৈরিতে শীর্ষে কোন জেলা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: গ্রামীণ অর্থনীতির ভিত ছিল একশো দিনের কাজ। প্রায় তিন বছর ধরে সেই প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করেন ‘কর্মশ্রী’ প্রকল্প। যার মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলার গ্রামীণ অর্থনীতি। ‘কর্মশ্রী’ প্রকল্পে চলতি ২০২৪-২০২৫ অর্থবর্ষে গোটা রাজ্যে প্রায় ১১ লক্ষ জব কার্ড হোল্ডারদের জন্য ৫ কোটি ৩২ লক্ষ কর্মদিবস তৈরি করেছে রাজ্য। কর্মদিবস তৈরিতে রাজ্যে সেরা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা।
চলতি বছরের বাজেটে ‘কর্মশ্রী’ প্রকল্পের ঘোষণা করা হয় রাজ্যের তরফে। বছরে ৫০ দিন কাজের গ্যারান্টিও দেওয়া হয়। পঞ্চায়েত দপ্তর, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে অন্তত ৭৫ লক্ষ জবকার্ড হোল্ডারকে ৫০ দিনের কাজ দেওয়ার পরিকল্পনা নেয়। প্রশাসন সূত্রের খবর, মাত্র সাড়ে তিন মাসে রাজ্যজুড়ে ৮৪ হাজার প্রকল্পে ১১ লক্ষ জবকর্ড হোল্ডার কাজ পেয়েছেন। মোট কর্মদিবস তৈরি হয়েছে প্রায় ৫ কোটি ৩২ লক্ষ। রাজ্যের খরচ হয়েছে প্রায় এক হাজার ৭৪ কোটি টাকা। জবকার্ড হোল্ডাররা গড়ে ৪৮ দিন করে কাজ করেছেন। কর্মদিবস তৈরিতে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর। জেলায় ১ লক্ষ ২৮ হাজার ৫৫৯ জন জবকর্ড হোল্ডার গড়ে ৫৫ দিন করে কাজ করেছেন। গত সাড়ে তিন মাসে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ৭১ লক্ষ ৯ হাজার কর্মদিবস তৈরি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া।
জবকার্ড হোল্ডারদের কাজ দেওয়ার নিরিখে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নদীয়া জেলা। চলতি অর্থবর্ষের প্রথম চার মাসের মধ্যে প্রায় সাড়ে চার হাজার প্রকল্পে নদীয়া জেলার এক লক্ষ ২৮ হাজার জবকার্ড হোল্ডার কাজ পেয়েছেন। এই প্রকল্পে নদীয়া জেলায় ৬২লক্ষ ১৬ হাজার কর্মদিবস তৈরি হয়েছে।
কাজ দেওয়ার নিরিখে শীর্ষে পূর্ব বর্ধমান জেলা। এক লক্ষ ৩০হাজারের বেশি শ্রমিক কাজ পেয়েছেন। পূর্ব বর্ধমানে প্রায় ৫৯লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে। কর্মসংস্থান তৈরির নিরিখে তৃতীয় পশ্চিম মেদিনীপুর। চতুর্থ স্থানে রয়েছে বাঁকুড়া জেলা। এই প্রকল্পে কাজ পেয়েছেন দশ লক্ষের বেশি শ্রমিক। নদীয়া জেলায় জবকার্ড হোল্ডাররা গড়ে ৫১দিন কাজ পেয়েছেন।
গোটা রাজ্যে প্রায় ৭৬ হাজার প্রকল্পে দশ লক্ষের বেশি জবকার্ড হোল্ডার কাজ পেয়েছেন। শ্রমিকদের মজুরি হিসাবে প্রায় ৯৮০কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। চার মাসে ৪কোটি ৮২লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে রাজ্যে। বিভিন্ন পর্যায়ে দক্ষ শ্রমিকরা দৈনিক ৫০০টাকা পেয়েছেন। আংশিকভাবে দক্ষরা দিনে ৩৭৫ টাকা, নতুন কর্মীরা ২৫০টাকা করে মজুরি পেয়েছেন। চাহিদার কথা জবকার্ড হোল্ডাররা ব্লক বা পঞ্চায়েত অফিসে জানাচ্ছেন। সেই মতো কাজ বণ্টন করে দেওয়া হচ্ছে।