অনন্য নজির লিওনেল মেসির, কী আয়োজন করল ইন্টার মায়ামি এফসি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোপা জিতেছে, তার আগে জিতেছেন বিশ্বকাপ ট্রফি। ফুটবলে ৪৫টি ট্রফি জয়ের অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন মেসি। এ অনন্য নজিরের উদযাপন করল ইন্টার মায়ামি এফসি। ম্যাচের আগে লিওনেল মেসিকে বিশেষ সম্মান জানাল ক্লাব। মাঠে ৪৫ জন শিশুর হাতে মেসির জেতা ট্রফির একটি করে ছবি ছিল। ফুটবলের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার হিসেবে নজির গড়েছেন।
আর্জেন্টিনা দলের হয়ে, ফিফা বিশ্বকাপ (২০২২), কোপা আমেরিকা (২০২১, ২০২৪), অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক (২০০৮)। এফসি বার্সেলোনার হয়ে ১০টি লা লিগা শিরোপা, ৭টি কোপা দেল রে শিরোপা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা, ৩টি উয়েফা সুপার কাপ শিরোপা। এরপর পিএসজি-র হয়ে ১টি লিগ ওয়ান শিরোপা, একটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন লিও।
লিওনেল মেসি গোটা কেরিয়ারজুড়ে একের পর এক ট্রফি করেছেন, ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে তাঁর জয়কে ক্লাবের পক্ষ থেকে কুর্নিশ জানাল হল।