দেশ বিভাগে ফিরে যান

বুধবার বাজেটের জবাবি ভাষণে তৃণমূলের মুখ অভিষেকই, কতটা আক্রমণ শানাবেন বিরোধীরা?

July 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সংসদে ২০২৪-‘২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা, বাজেটকে সরকারের গদি বাঁচানোর বাজেট বলে সরব হন বিরোধীরা। বাজেট বিরোধিতার রণকৌশল সাজাতে মল্লিকার্জুন খার্গের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। তৃণমূলের তরফে বৈঠকে হাজির ছিলেন ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।সেখানে ফ্লোর কোর্ডিনেশন নিয়ে আলোচনার পাশাপাশি সংসদের বাইরে বিক্ষোভ দেখাবেন এবং অন্দরে বিতর্কে অংশ নেবেন, এমনই পরিকল্পনা নিচ্ছেন দেশের বিরোধীরা। জানা গেছে বিজেডি দলগতভাবে সংসদে তৃণমূলের সঙ্গেই কেন্দ্রের বিরোধিতায় সরব যৌথভাবে সরব হচ্ছে।

বুধবার, বাজেটের জবাবি ভাষণে লোকসভায় তৃণমূলের তরফে বলবেন দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়। রাজ্যসভার তৃণমূলের পক্ষ থেকে বাজেট নিয়ে বলবেন, জহর সরকার, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, দোলা সেন প্রমুখরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন আসন্ন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। রাজ্যের পাওনা টাকা নিয়ে সেই বৈঠকে তুলবেন বলে মনে করা হচ্ছে। সপ্তাহের শেষে দিল্লিতে থাকবেন দলনেত্রী এবং সেনাপতি, তাই তৃণমূল শিবির মনভাব রীতিমত চাঙ্গা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Budget, #abhishek banerjee, #tmc, #INDIA alliance, #Budget 2024

আরো দেখুন