দেশ বিভাগে ফিরে যান

Budget 2024 LIVE Updates: নড়বড়ে মোদী সরকার? শরিকদের মন জয়ের বাজেট পেশ নির্মলার

July 23, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের আগে অন্তরবর্তীকালীন বাজেট পেশ করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার পূর্ণাঙ্গ বাজেটের পালা। সোমবার থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার বাজেট অধিবেশন। আজ, সংসদে ২০২৪-‘২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। বাজেটে কতটা পূরণ হবে আম জনতার প্রত্যাশা? আয়কর ছাড়ের দিকে তাকিয়ে গোটা দেশ। আদৌ কি বাড়বে ছাড়ের পরিমাণ?

দেখুন প্রতি মুহূর্তের লাইভ আপডেট

সকাল ১১.৫৮: বার্ষিক ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% আয়কর

সকাল ১১.৫৭: বার্ষিক ১২-১৫ লক্ষ টাকা আয়ে ২০% আয়কর

সকাল ১১.৫৬: বার্ষিক ১০-১২ লক্ষ টাকা আয়ে ১৫% আয়কর

সকাল ১১.৫৫: বার্ষিক ৭-১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০% আয়কর

সকাল ১১.৫৪: বার্ষিক ৩-৭ লক্ষ টাকা আয়ে ৫% আয়কর

সকাল ১১.৫৩: বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না।

সকাল ১১.৫২: বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা, ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার হল

সকাল ১১.৫১: নয়া আয়কর পরিকাঠামোয় বদল

সকাল ১১.৫০: তামা, প্ল্যাটিনামের দাম কমছে

সকাল ১১.৪৯: অপরিবর্তিত আয়কর পরিকাঠামো

সকাল ১১.৪৮: ক্যাপিটাল গেনে কর ছাড়ের সীমা বাড়ল। এক লক্ষ থেকে বেড়ে ২.২৫ লক্ষ টাকা হল

সকাল ১১.৪৭: বিদ্যুতের তার, লিথিয়াম ব্যাটারির দাম কমছে

সকাল ১১.৪৬: দাম বাড়ছে পিভিসি পাইপের

সকাল ১১.৪৫: দাম কমছে সোলার প্যানেল, চামড়ার জিনিসের

সকাল ১১.৪৪: প্লাস্টিকে বাড়ল কর। প্লাস্টিকের জিনিসের দাম বাড়বে।

সকাল ১১.৪৩: সোনা-রুপোর আমদানি করে ছাড়। দাম কমবে গয়নার।

সকাল ১১.৪২: ১৫ শতাংশ শুল্ক ছাড় মোবাইল এবং চার্জারে।

সকাল ১১.৪১: ক্যানসারের তিনটি ওষুধে পুরোপুরি করছাড়।

সকাল ১১.৪০: এক কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছনোর ঘোষণা।

সকাল ১১.৩৯: রাজস্ব ঘাটতি রয়েছে ৪.৯ শতাংশ।

সকাল ১১.৩৮: বন্যা নিয়ন্ত্রণে অসম, বিহার এবং হিমাচল প্রদেশের জন্য আলাদা করে বরাদ্দ। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কোনও ঘোষণা নেই।

সকাল ১১.৩৭: দুই শরিকের জন্য দরাজ নির্মলা সীতারামণ

সকাল ১১.৩৬: বিহারে তৈরি হবে ২১ হাজার কোটির পাওয়ার প্ল্যান্ট

সকাল ১১.৩৫: বিহার-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে ঘোষণা

সকাল ১১.৩৪: দেশের উচ্চ শিক্ষার ১০ লক্ষ টাকা অবধি সরকারি ঋণ

সকাল ১১.৩৩: বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা।

সকাল ১১.৩২: মহিলাদের স্কিল ডেভেলপমেন্টে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ

সকাল ১১.৩১: সরকারি গ্যারান্টিতে ২০ লক্ষ টাকার মুদ্রা লোন

সকাল ১১.৩০: জনজাতি উন্নয়নে ৬৩ হাজার গ্রামকে বিশেষ গুরুত্ব

সকাল ১১.২৯: গ্রামোন্নয়নে ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ

সকাল ১১.২৯: কলকাতা-অমৃতসর শিল্প করিডরের ঘোষণা।

সকাল ১১.২৮: এক হাজার বায়ো রিসার্চ সেক্টর তৈরি হবে

সকাল ১১.২৭: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরি হবে

সকাল ১১.২৬: মহিলাদের ক্ষমতায়নের জন্য খোলা হবে বিশেষ হস্টেল, মায়েদের সুবিধার জন্য ক্রেশের ব্যবস্থাও করা হবে।

সকাল ১১.২৫: অন্ধ্রপ্রদেশের জন্যেও বাড়তি ঘোষণা, আলাদা করে। ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হল অন্ধ্রের জন্য।

সকাল ১১.২৪: বিহারকে বিশেষ সুবিধা ঘোষণা

সকাল ১১.২৩: কৃষি খাতে মোট বরাদ্দ ১৫২ লক্ষ কোটি টাকা

সকাল ১১.২২: ছোট সংস্থার কর্মীদের EPF-র ভর্তুকি দেওয়া হবে। প্রথম যাঁরা কাজে ঢুকছেন তাঁদের এক মাসের বেতন pf-এ দেওয়া হবে

সকাল ১১.২১: ১০৯ টি নতুন প্রজাতির ফসল, ১ কোটি প্রাকৃতিক চাষি সার্টিফিকেট দেওয়া হবে।

সকাল ১১.২০: তৈলবীজ, সূর্যমুখী, সোয়াবিন উৎপাদনে আত্মনির্ভরতায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সকাল ১১.১৯: ৬ কোটি কৃষকের তথ্য কৃষি রেজিস্টারে নাথিভুক্ত করা হবে।

সকাল ১১.১৮: এক হাজার শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের মানোন্নয়নে জোর

সকাল ১১.১৭: পাঁচ রাজ্যে কিষান ক্রেডিট কার্ড চালু করা হবে

সকাল ১১.১৬: এক কোটি কৃষককে জৈব কৃষির আওতায় আনা হবে

সকাল ১১.১৫: কর্মসংস্থান ও মধ্যবিত্তের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে

সকাল ১১.১৪: উৎপাদন বৃদ্ধি করতে কৃষি গবেষণার উপর জোর দেওয়া হচ্ছে

সকাল ১১.১৩: শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ১.৪৮ কোটি টাকা বরাদ্ধ

সকাল ১১.১০: ভারতের বৃদ্ধির হার স্থিতিশীল

সকাল ১১.০৬: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আরও পাঁচ বছর চালু থাকবে।

সকাল ১১.০৬: গরিব, মহিলা, যুব এবং অন্নদাতা, বাজেটের চার স্তম্ভ।

সকাল ১১.০৫: পরপর সাতবার বাজেট পেশ করে নজির গড়লেন নির্মলা।

সকাল ১১.০৪: বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Nirmala Sitharaman, #Budget 2024, #FM Nirmala Sitharaman

আরো দেখুন