শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সায়ন্তিকা ও রেয়াতকে চিঠি রাজ্যপালের
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বরাহনগর ও ভগবানগোলা উপ নির্বাচন জিতে আসা দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুই বিধায়কের শপথ নিয়ে টালবাহানা হয়। তাঁরা বিধানসভায় ধর্ণায় বসেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথবাক্য পাঠ করান। চিঠিতে তাঁদের শপথকে অসাংবিধানিক, বেআইনি বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। শপথ অসংবিধানিকভাবে হয়েছে বলেও চিঠিতে জানান রাজ্যপাল।
বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। প্রথমবার বিধায়ক হিসেবে অধিবেশন থাকার কথা সায়ন্তিকা, রেয়াতদের। ফের জটিলতা তৈরি করল রাজ্যপালের চিঠি। দুই বিধায়ককে চিঠি পাঠিয়ে রাজ্যপাল জানান, শপথ বেআইনি। অধিবেশনে যোগ দিলে জরিমানা করা হবে। সংবিধানে নিয়ম রয়েছে বলে, ধারাও উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, স্পিকারের এক্তিয়ার নেই রাজ্যপালকে এড়িয়ে শপথবাক্য পাঠ করানোর। কে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন তা সায়ন্তিকা ও রেয়াতের কাছে জানতে চেয়েছেন তিনি। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, যদি ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ না-করান, তাহলে শপথ অসাংবিধানিক।
রাজপালের চিঠিতে এও লেখা হয়েছে, বিধানসভার পক্ষ থেকে যে নিয়মের কথা বলা হচ্ছে, তা সংবিধানের উর্ধে নয়। আইন অনুযায়ী, স্পিকার যে শপথ করাচ্ছেন তা বেআইনি। সঠিক পদ্ধতিতে শপথ না-নিয়ে অধিবেশনে যোগ দিলে তাঁকে সমস্যায় পড়তে হতে পারে, অধিবেশনে যোগ দিলে বা ভোটাভুটি এবং প্রশ্নোত্তর পর্বে যোগ দিলে তা অবৈধ হিসাবে গণ্য হয়।
এরপরও যদি দুই বিধায়ক বিধানসভার অধিবেশনে যোগ দেন তাহলে তাঁদের ৫০০ টাকা করে জরিমানা হতে পারে। চিঠিতে এও লিখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চিঠির কথা স্পিকারকে জানাবেন বলে জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর পরে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধানসভার অধিবেশন চালু রয়েছে। রুলস অফ বিজনেসের ২ নম্বর অধ্যায়ের ৫ নম্বর ধারা মেনেই শপথবাক্য পাঠ করানো হয়েছে সায়ন্তিকা, রেয়াতকে। এখন দেখার রাজ্য-রাজ্যপাল সংঘাত কোন দিকে গড়ায়।