← রাজ্য বিভাগে ফিরে যান
কেন্দ্রীয় বাজেট রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট, গরিব-বিরোধী: মমতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫কে “রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এবং গরিব-বিরোধী” বলে অভিহিত করেছেন এবং রাজ্যকে “বঞ্চিত” করার জন্য কেন্দ্রকে নিন্দা করেছেন।
পশ্চিমবঙ্গ কী ভুল করেছে যে রাজ্যকে কেন্দ্র “বঞ্চিত” করেছে, জানজানতে চান মুখ্যমন্ত্রী।
রাজ্য বিধানসভা চত্বরে তিনি সাংবাদিকদের বলেন, “এই কেন্দ্রীয় বাজেটে বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। এতে দরিদ্রদের স্বার্থের দিকে নজর দেওয়া হয় না। বাজেট রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। এটি দিশাহীন এবং এর কোনো দৃষ্টিভঙ্গি নেই। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক উদ্দেশ্য কৃতার্থ করার চেষ্টা ” ।