নীতি আয়োগের বৈঠকে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানাবেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন বলে নবান্ন সূত্রের খবর। মঙ্গলবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের পক্ষ থেকে ওই বৈঠকে রাজ্যের বক্তব্য কী হবে, তা আগাম জানতে চাওয়া হয়েছিল। আমাদের যে বকেয়া আছে সেই তথ্যও তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বকেয়ার পরিমাণ এখন হয়েছে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই বৈঠকে তাঁর লিখিত ভাষণটিও আগাম চাওয়া হয়েছিল। কিন্তু তিনি আগে থেকে তৈরি করা নির্ধারিত ভাষণ পড়েন না। তাৎক্ষণিক ভাষণ দিয়ে থাকেন। তাই আগাম লিখিত ভাষণ পাঠনো যায়নি। রাজ্যের যে বকেয়া প্রাপ্য আছে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। নীতি নিয়োগের এই ধরনের বৈঠকে সবাইকে বলার সুযোগ দেওয়া হয় না। যদি তিনি ওই বৈঠকে বলার সুযোগ পান, তাহলে যা বলার তখনই বলবেন। প্রশাসনিক মহলের মতে, বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ না দিলেও রাজ্যের বকেয়া প্রাপ্যর বিষয়টি যাতে সেখানে নথিভুক্ত হয় তার জন্য নবান্ন আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
নীতি আয়োগের বৈঠকের আগে এদিন বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে আয়ুষ্মান ভারতের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আশা কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে আনবে বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু এরাজ্যের আশা কর্মীরা তো স্বাস্থ্যসাথী প্রকল্পে রয়েছেন। সেখানে ৫ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যেই মেলে। আয়ুষ্মান ভারত প্রকল্পের ৬০ শতাংশ খরচ তো কেন্দ্রীয় সরকার বহন করে। বাকিটা অন্যদের দিতে হয়। এটা কি আশা কর্মীদের পক্ষে দেওয়া সম্ভব? কেন্দ্রীয় সরকার পুরো টাকা দিলে আমার কোনও আপত্তি নেই। ৪০ শতাংশ টাকা দেওয়ার বিষয়টি থাকায় রাজ্য সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পটি নিতে রাজি হয়নি।