খেলা বিভাগে ফিরে যান

অব্যাহত মশালের দাপট, রেলকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল

July 24, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগে মশালের দাপটে বেলাইন হল রেলওয়ে এফসি। জয়ের ধারা অব্যাহত রেখেই লিগ শীর্ষে লাল হলুদ শিবির। আজ ঘরের মাঠে ২-০ গোলে বিনো জর্জের প্রশিক্ষণাধীন দল হারাল রেলওয়ে এফসিকে।

ম্যাচের ৬৯ মিনিটের ইস্টবেঙ্গলের হয়ে গোল দেন আদিল আমাল। রেলওয়ে এফসি অবশ্য এদিনের ম্যাচে লাল হলুদের গোলকিপার আদিত্য পাত্রকে তেমন পরীক্ষার মুখে ফেলতে পারেননি। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটির ক্ষেত্রেও অবদান রয়েছে মুশারফের। তাঁর উঁচু শটে মাথা ছোঁয়ান বিজয় মুর্মু।

৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে লাল-হলুদ। ভবানীপুরেরও ৬ ম্যাচে ১৬ পয়েন্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে লাল হলুদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#CFL 2024, #East Bengal, #Railway fc

আরো দেখুন