রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্বের সেরা ১০০ খাবারের তালিকায় জায়গা পেল ভারতের কোন কোন খানা?

July 24, 2024 | < 1 min read

বিশ্বের সেরা ১০০ খাবারের তালিকায় জায়গা পেল ভারতের কোন কোন খানা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বের সেরা ১০০টি খাবারের তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছে ভারতের বাটার গার্লিক নান। সেরাদের তালিকায় জায়গা নিয়েছে মুর্গ মাখানি-টিক্কা-তন্দুর। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা টেস্ট অ্যাটলাস বিশ্বের সেরা খাবারের তালিকা প্রকাশ করেছে।

তালিকায় প্রথম স্থানে রয়েছে ব্রাজিলের খাবার পিকানহা। যা মূলত মাংসের পদ। দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ায় রোটি কানাই। থাইল্যান্ডের ফাট কাফরাও রয়েছে তালিকার তিন নম্বরে। সপ্তম স্থানে বাটার গার্লিক নান। ৪৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভারতের মুর্গ মাখানি। যা বাটার চিকেন নামেই পরিচিত। টিক্কা এবং তন্দুরি যথাক্রমে তালিকার ৪৭ এবং ৪৮ নম্বর জায়গায় ঠাঁই পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Dishes, #Tandoori, #Tikka, #Best Dishes

আরো দেখুন