খেলা বিভাগে ফিরে যান

অলিম্পিকের শুরুতেই তিরন্দাজিতে ভারতের মেয়েরা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে

July 25, 2024 | < 1 min read

প্যারিস অলিম্পিক্সে দীপিকা কুমারী। ছবি: পিটিআই।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিকের শুরুতে আশা জাগাল ভারত। ভারতের তিরন্দাজির মেয়েরা সরাসরি যোগ্যতা অর্জন করে নিল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন অঙ্কিতা ভকত, ভজন কউর আর দীপিকা কুমারীরা।

২৬ জুলাই অলিম্পিক্সের উদ্বোধন হলেও কিছু প্রতিযোগিতা আগে থেকে শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। তাঁরা মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন স্কোর করেন ৬৫৯। দীপিকা ৬৫৮ স্কোর করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#quarter final, #Paris Olympics 2024, #Indian womens team, #Archery team

আরো দেখুন