পুরুষতান্ত্রিকতা থেকে বেরোতে পারলেন না নীতিশ! কী এমন মন্তব্য করলেন মোদীর বন্ধু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের নিয়ে আবারও বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নীতীশ কুমার। মহিলাদের উন্নয়নে রাজ্য সরকারের নীতি নিয়ে সমালোচনা করেন আরজেডি বিধায়ক রেখা দেবী। তার জবাবে বিতর্কিত মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী। মহিলা বিধায়ককে খোঁচা দিতে গিয়ে নীতীশ বলেন, “তুমি মহিলা, কিছুই জান না।”
জেডিএস সুপ্রিমোর মন্তব্য ঘিরে শোরগোল তুঙ্গে। গত বছর একইভাবে বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন নীতীশ। তখন জনসংখ্যা বৃদ্ধি নিয়ে নিরক্ষর মহিলাদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল নীতিশের বিরুদ্ধে। সে’সময় নীতীশের বিরুদ্ধে সরব হয়েছিলেন মোদী-সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। জাতীয় মহিলা কমিশন নীতিশকে ক্ষমা চাইতে বলে। চাপের মুখে পড়ে অবশেষে বিহারের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়। নীতিশের দাবি ছিল, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। ‘পাল্টুরাম’ নামে খ্যাত নীতীশই এখন জার্সি বদলে বিজেপির শরিক, ফলে এবার বিজেপি মুখে কুলুপ এঁটেছে। নীতীশের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে আরজেডি।