রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের জন্য ধান কিনলেও প্রাপ্য টাকা পাচ্ছে না রাজ্য

July 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি খরিফ মরশুম শেষ হতে আর মাত্র মাস দু’য়েক বাকি। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ খরিফ মরশুমের ধান কেনা বাবদ কোনও টাকা দেয়নি বলে জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বকেয়া টাকা পেতে একাধিকবার খাদ্যমন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি ফের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনও জবাব মেলেনি। বাধ্য হয়ে রাজ্য সরকারকেই নিজস্ব তহবিল থেকে চাষিদের ধানের দাম মিটিয়ে যেতে হচ্ছে। প্রসঙ্গত, ধান বিক্রির তিন-চারদিনের মধ্যেই সংশ্লিষ্ট কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়।

গত ৮ এপ্রিল খাদ্যদপ্তর ধান কেনার বিস্তারিত হিসেব কেন্দ্রীয় অডিট সংস্থার কাছে পাঠিয়েছিল। সেখানে বলা হয়, ২০২৩-২৪ আর্থিক বছরে রাজ্য সরকারের বাজেট বরাদ্দ থেকে ৬,৯৫৭ কোটি টাকা খরচ হয়েছে ধান কিনতে। কোন কোন ‘হেডে’ কত টাকা দেওয়া হয়েছে, সেই হিসেবের পাশাপাশি ২০২৩-২৪ আর্থিক বছরে ধান কেনার জন্য কেন্দ্র যে কোনও টাকা দেয়নি, চিঠিতে তাও উল্লেখ করা হয়। এপ্রিল থেকে শুরু হয়েছে ২০২৪-২৫ আর্থিক বছর। কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। সরকারি উদ্যোগে ধান কেনার পরিমাণ এপ্রিলের পর আরও বেড়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বকেয়ার পরিমাণও বেড়ে হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। চলতি খরিফ মরশুম শেষ হবে ৩০ সেপ্টেম্বর। খাদ্যদপ্তর সূত্রে খবর, রাজ্য সরকারের উদ্যোগে এখনও পর্যন্ত প্রায় ৫২ লক্ষ টন ধান কেনা হয়েছে। এর মধ্যে অন্তত ৩০ লক্ষ টন গিয়েছে সেন্ট্রাল পুলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #paddy purchase, #state govt, #paddy Purchase Center

আরো দেখুন