বাংলার পাওনা আদায়ে সওয়াল, নীতি আয়োগের বৈঠকে যোগদানের কারণ স্পষ্ট করলেন মমতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। শুক্রবার দুপুরেই রাজধানীতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, বৈঠকে যোগ দিতে পারেন মমতা। অন্যদিকে, বাজেট বৈষম্যের প্রতিবাদে ইন্ডিয়া জোটের অন্য মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেওয়া নিয়ে জল ঘোলা হচ্ছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানান, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলেন তিনি। আগে আলোচনা করলে অন্য কিছু ভাবতেন।
এছাড়াও আজ তৃণমূল সাংসদদের সাথে বৈঠকের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, মমতার এহেন মন্তব্য পরোক্ষভাবে জোটের সমন্বয় নিয়েই প্রশ্ন তুললো। তাঁর সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনায় করা হয়নি, তাও বোঝা যাচ্ছে। যদিও নীতি আয়োগের বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, বঞ্চনা নিয়ে বলতে দিলে বলবেন, না-হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসবেন।
দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে, বাজেটে বিরোধী রাজ্যগুলিকে আর্থিক বঞ্চনা করার তীব্র নিন্দা জানান মমতা। বিজেপি নেতাদের আচরণের নিন্দাও করেন মমতা।
প্রসঙ্গত, নীতি আয়োগ বৈঠক নিয়ে কয়েকদিন আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস অন্য বিরোধী দলগুলির সঙ্গেই সংসদে লড়াই করছে। করবেও। জোটের সব সিদ্ধান্তে দলের সায় নাও থাকতে পারে। তৃণমূলের বক্তব্য, নীতি আয়োগের বৈঠকে যোগ না-দিলে রাজ্যের দাবিদাওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়ে সরব হওয়ার সুযোগও ফস্কে যাবে।