নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এসে সাংবাদিকদের যা বললেন মুখ্যমন্ত্রী
July 27, 2024 | < 1min read
শনিবার রাষ্ট্রপতি ভবনের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এক্স।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শনিবার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনার প্রসঙ্গে কথা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বন্ধ করে দেওয়া হয় মাইক। বাইরে বেরিয়ে এসে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের যা বললেন-
NDA 3.0: Mic Bandh Sarkar!
Despite being the sole Opposition voice, Smt. @MamataOfficial was not allowed to raise her concerns at today's Niti Aayog meeting in Delhi.
This is yet another example of how the Jomidars of Delhi want to silence Bengal — at every step. As if… pic.twitter.com/bN9PwItEre
— All India Trinamool Congress (@AITCofficial) July 27, 2024
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট সময় দেওয়া হয়েছে। অসম, গোয়া, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীদের ১০-১২ মিনিট করে সময় দেওয়া হয়েছে। আর আমার বেলায় পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়। এটা অন্যায়।
বাংলাসহ অনেক রাজ্যকেই বাজেটে বঞ্চিত করা হয়েছে।
গত তিন বছর ধরে বাংলাকে ১০০দিনের কাজের প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না। কিছুই দেওয়া হয়নি।
আমি আজ বলেছি, সমস্ত রাজ্যের সাথে সমান আচরণ কারা হোক।
আমি বঞ্চিত সমস্ত রাজ্যের পক্ষ হয়ে কথা বলছি।
কেন অন্য রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সহযোগিতামূলক বৃহত্তর স্বার্থকে শক্তিশালী করতেই আমি এসেছিলাম। কিন্তু, ওরা বাজেটেও রাজনৈতিক পক্ষপাত করে গিয়েছে। আমার প্রশ্ন, আপনারা কেন বিরোধীদের রাজ্যগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন?
নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই। ফলে এটা কাজ করবে কী করে? হয় নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন অথবা পরিকল্পনা কমিশনকে ফিরিয়ে আনুন।
এদিন দিল্লি থেকে কলকাতা ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান যে, বাংলাকে বঞ্চনার প্রসঙ্গে কথা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় তাঁকে।