খেলা বিভাগে ফিরে যান

প্যারিস অলিম্পিকে শনিবার কোন কোন ইভেন্টে নামছেন ভারতীয়রা?

July 27, 2024 | < 1 min read

প্যারিস অলিম্পিকে শনিবার কোন কোন ইভেন্টে নামছেন ভারতীয়রা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক নজরে দেখে নিন প্যারিস অলিম্পিকের প্রথম দিনে কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা।

শুটিং:
দুপুর ১২.৩০ – ১০ মিটার এয়ার রাইফেল (মিক্সড) কোয়ালিফিকেশন রাউন্ড
রমিতা – অর্জুন ও এলাভেনিল – সন্দীপ।

দুপুর ২ – ১০ মিটার এয়ার পিস্তল (পুরুষ) কোয়ালিফিকেশন রাউন্ড
সন্দীপ, চিমা ও সরাজবত সিং।

বিকাল ৪ – ১০ মিটার এয়ার পিস্তল (মহিলা) কোয়ালিফিকেশন রাউন্ড
মানু ভাকের ও রাইদম সাংওয়ান।

রোয়িং:
দুপুর ১২.৩০ – পুরুষ সিঙ্গেলস – স্কুলস হিট
বলরাজ পানওয়ার – হিট ১

টেবিলে টেনিস:
সন্ধ্যা ৭.১৫ – পুরুষ সিঙ্গেলস
হরমিত দেশাই বনাম জাইদ আবু (ইয়ামেন)

টেনিস:
বিকাল ৪.৩০ – পুরুষ ডাবলস প্রথম রাউন্ড
বোপান্না – বালাজি বনাম রেবুল – রোগে ভ্যাসলিন।

বক্সিং:
রাত বারোটা – মহিলা ৫৪ কেজি বিভাগ – প্রথম রাউন্ড
প্রীতি বনাম থি কিম।

ব্যাডমিন্টন:
সন্ধ্যা ৭.১০ – পুরুষ বিভাগ – গ্রূপ এল
লক্ষয়া সেন বনাম কেভিন কর্ডন।
রাত ৮ – পুরুষ ডাবলস বিভাগ – গ্রূপ সি
সাত্বিক – চিরাগ বনাম কর্ভী – লাবার।
রাত ১১.৩০ – মহিলা ডাবলস বিভাগ – গ্রূপ সি
অশ্বিনী – তানিশা বনাম কিম – কং।

হকি :
রাত ৯ – ভারত বনাম নিউজিল্যান্ড

*ভারতীয় সময় অনুযায়ী।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #schedule, #Paris Olympics 2024

আরো দেখুন