..." />
কলকাতা বিভাগে ফিরে যান

Paris Olympics: পদকজয়ের কাছাকাছি ভারত, মেয়েদের ১০ মিটার পিস্তল শুটিংয়ের ফাইনালে মনু ভাকের

July 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিক্সে আজ পদক জয়ের আশা জিইয়ে রাখলেন মনু ভাকের। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন তিনি। যোগ্যতা অর্জন পর্বে ৩ নম্বরে শেষ করেছেন তিনি। যদিও একই ইভেন্টে তাঁর সঙ্গী রিদম সাঙ্গওয়ান ফাইনালে যেতে পারেনি। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের কোনও শ্যুটারই ফাইনালে জায়গা করতে পারেননি।

শীর্ষ স্থানাধিকারী হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ার জিন অয়ে ওহ-র ৬ সিরিজের পর স্কোর ৫৮২। মনু ভাকেরের স্কোর ছিল ৫৮০। যদিও তিনি সকলের চেয়ে ইনার টেন বেশি মেরেছেন, সেই সংখ্যা ২৭। ছয় সিরিজে দশটি করে শট নিতে হয়। মনু ভাকেরের ছয় সিরিজের স্কোর যথাক্রমে ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬।

এই তিনজন ছাড়া যাঁরা ফাইনালে গেলেন তাঁরা হলেন- ভিয়েতনামের ভিন থু তৃণ, কোরিয়ার ইয়েজি কিম, চিনের লি শু, তুরস্কের অলাইদা সেভাল তারহান ও চিনের রাংশিন জিয়াং। তবে প্রথম তিনজন বাদে কারও স্কোরই ৫৮০ ছুঁতে পারেনি। কাল ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে এই ইভেন্টে পদকের লড়াই।

TwitterFacebookWhatsAppEmailShare

#shooting, #Paris Olympics 2024

আরো দেখুন