কলকাতা বিভাগে ফিরে যান

Paris Olympics: হকিতে কষ্টার্জিত সাফল্য, ৩-২ গোলে কিউয়িদের হারাল ভারত

July 27, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অলিম্পিক্সে পুরুষদের হকিতে প্রথম ম্যাচে জয় পেল ভারতীয় দল। দেরিতে হলেও হরমনপ্রীত হরমনপ্রীত সিংয়ের দৌলতে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে জিতল ভারত।

প্রথমেই কিউয়িদের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ভারত। স্যাম লেনের গোলের জবাবে প্রথম গোলটি দাগেন মনদীপ সিং। এরপর তৃতীয় কোয়ার্টারে বিবেক সাগর প্রসাদের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে শেষ মুহূর্তে সমতা ফেরান সাইমন চাইল্ড। এই অবস্থায় খেলার প্রায় দুই মিনিট বাকি থাকতেই হরমনপ্রীত তার স্নায়ু ধরে রেখে পেনাল্টি স্ট্রোকে রূপান্তরিত করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Paris Olympics 2024, #India, #New Zealand, #IND vs NZ

আরো দেখুন