‘মরক্কো ধাক্কা’ সামলে জয়ে ফিরল আর্জেন্টিনা, কোয়ার্টার ফাইনালে স্পেনও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মরক্কোর কাছে হারের পর জয়ে ফিরল আর্জেন্টিনা। আজ শনিবারের ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারাল মেসির দেশ। এই জয়ের ফলে অলিম্পিক্স ফুটবলে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে থাকল আর্জেন্টিনা
প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় আলভারেসের পাস থেকে গোল করেন থিয়াগো আলমাডা। থিয়াগো, ক্রিশ্চিয়ান মেদিনারা আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল। অন্যদিকে বিরতির ঠিক আগে ইরাকের হয়ে গোল দিয়ে সমতা ফেরান আয়মেন হুসেন। প্রথমার্ধে খেলার ফলাফল হয় ১-১।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লুসিয়ানো গন্ডৌ। গোল খেয়ে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ইরাক। ৮৪ মিনিটের মাথায় দলের তৃতীয় গোল করেন এজেকুইয়েল ফের্নান্দেস। শেষ পর্যন্ত ১-৩ গোলে হেরে মাঠ ছাড়ে ইরাক।
এদিকে শনিবার তারা ৩-১ গোলে হারিয়েছে ডোমিনিকান রিপাবলিককে। ২৪ মিনিটে প্রথম এগিয়ে যায় স্পেন। গোল করেন ফারমিন লোপেস। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়।
৩৮ মিনিটে সমতা ফেরায় ডোমিনিকান রিপাবলিক। তবে ৫৫ মিনিট এবং ৭০ মিনিটের দুই গোলে সবশেষে ৩-১ স্কোরে ম্যাচ জেতে স্পেন। পরপর দু’ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে এল স্পেনও।