বিষ্ণুপুরে আজও ‘দশাবতার তাস’ খেলতে দেখা যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতে তাস খেলার ইতিহাস দীর্ঘ দিনের। ষোড়শ শতকে মুঘল সম্রাটদের সময় ভারতে ‘গঞ্জিফা তাস’ জনপ্রিয় হয়ে ওঠে। বিষ্ণুপুরে রাজা হাম্বীরের আমলে এই খেলার প্রচলন। যা ‘দশাবতার তাস’ নামে খ্যাত। সেই সময়কার এই তাস নির্মাতা কার্তিক ফৌজদারের বংশধর শীতল ফৌজদার এবং তাঁর পরিবার বর্তমানে এই তাস তৈরি করেন। নকশা, সংখ্যা ও আকার পরিবর্তনের ভিত্তিতে এই তাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে।
প্রতিটি বিভাগে দশটি গণনা তাস ও দু’টি রাজকীয় মুখ সম্পন্ন তাস—রাজা ও মন্ত্রী বা উজির থাকে। তাসের পিছনের দিকটি হয় এক রঙের। সেখানে কোনও নকশা বা কারুকার্য থাকে না। এই খেলার সাধারণভাবে প্রয়োজন মোট পাঁচজন। দিনের কোন সময় খেলা শুরু হচ্ছে, তার উপর নির্ভর করে অবতার সূচনা তাস। সকালে খেলা শুরু হলে সূচনা হবে জগন্নাথ অবতার দিয়ে। রাতে শুরু হলে মৎস্য, সন্ধ্যায় নৃসিংহ , বৃষ্টিতে কূর্ম। এই নিয়ম মেনেই দিনের বিভিন্ন সময়ে রাম, পরশুরাম ও অন্যান্য অবতারদের দিয়েও খেলার সূচনা হয়। খেলার মাঝে বোজ, সহি, টিপ সহি, সটিপ বিভিন্ন পদ্ধতিও অবলম্বন করা হয়। বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসা এই খেলাটি এখনও বিষ্ণুপুরের কয়েকজন বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।