উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ট্রেন চালকের তৎপরতায় বাঁচল হাতির দল, দেখুন ভিডিও

July 28, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বাঁচল এক দল হাতির। ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার রাতে কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন ও রাজাভাতখাওয়ার মাঝের রেল পথ পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রেন চালক দেখতে পান এক দল হাতি রেল লাইনের উপর দিয়ে সারিবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে ।

তিনটি হাতিকে রেল ট্র্যাক পার হওয়ার সময় কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেসের চালক এস কে গন্দ ও সহকারী চালক সম্রাট রায় ট্রেন থামিয়ে দেন। হাতি তিনটি রেল লাইন পেরিয়ে জঙ্গলে ঢোকার পর ট্রেনটি ফের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুই ট্রেন চালকের তৎপরতায় তিনটি হাতি বেঁচে যাওয়ায় খুশি উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#elephant, #Train Driver

আরো দেখুন