ঘড়িতে সাড়ে ৮টা বাজলেই ভারতের এই শহর পুরো স্তব্ধ হয়ে যায়, জানেন কেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘড়িতে সাড়ে ৮টা বাজলেই থেমে যায় পুরো শহর। যিনি যে কাজেই থাকেন বা কাজ যত গুরুত্বপূর্ণই হোক, সবাই সব কাজ বন্ধ করে দেন। ওই সময়ে এমনকি রাস্তায় গাড়ি চললেও ট্রাফিকের সিগন্যাল ছাড়াই সবাই দাঁড়িয়ে পড়েন।
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডা শহরে এমনি নিয়মের প্রচলন রয়েছে। সকাল সাড়ে ৮টার সময় শহরজুড়ে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। ৫২ সেকেন্ড ধরে চলতে থাকে এটি। তখন পুরো শহর স্ট্যাচু হয়ে যায়। বাচ্চা থেকে বৃদ্ধ সকলে জাতীয় সংগীত গান।
শহরটির বিভিন্ন স্থানে ১২টি বড় লাউড স্পিকার স্থাপন করা হয়েছে, যাতে আশেপাশে বসবাসকারী লোকেরা জাতীয় সংগীত শুনে এবং তাদের কাজ ফেলে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে পারে। আগামী দিনে শহরের অন্যান্য স্থানেও লাউড স্পিকার বসানোর পরিকল্পনা চলছে।
যারা এটি শুরু করেছে, তাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংগীতকে প্রতিদিনই সম্মান করা উচিত। প্রথমে এটি জম্মিকুন্ত নামক জায়গা থেকে প্রতিদিন জাতীয় সংগীত বাজানো হতো। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নালগোন্ডার ‘জনগণমন উৎসব’ সমিতি এই প্রচার শুরু করেছে।