রাজ্য বিভাগে ফিরে যান

পদ্ম ছেড়ে ঘাসফুলে BJP-র সংখ্যালঘু মোর্চার নেতা, শুভেন্দুর মন্তব্যের Aftershock?

July 29, 2024 | < 1 min read

সংখ্যালঘুদের নিয়ে পদ্ম নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জের? বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন নদিয়া সংখ্যালঘু মোর্চার নেতা রফিকুল শেখ।

লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির ভরাডুবির পর থেকে বিপর্যয়ের কারণ নিয়ে ময়নাতদন্ত চলছে। সম্প্রতি আয়োজিত এক কর্মিসভায় শুভেন্দু অধিকারী বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে, জো হামারা সাথ, হাম উনকে সাথ।” তিনি আরও বলেন, “সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই বিজেপিতা।” এহেন মন্তব্যের পরই অসন্তুষ্ট হয়ে দল বদলের সিদ্ধান্ত নেন নদিয়া বিজেপির সংখ্যালঘু সেলের নেতা রফিকুল।

জানা গিয়েছে, নদিয়ার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শনিবার রাতে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দেন। যদিও দলত্যাগকে গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। শুভেন্দুর মন্তব্যের পদ্ম নেতার দলত্যাগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহলমহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nadia, #politics, #Joining, #West Bengal, #bjp, #tmc

আরো দেখুন