মধ্যরাতে দেশের ন’রাজ্যে রাজ্যপাল বদল, বাংলায় কবে পরিবর্তন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার নীতি আয়োগের বৈঠকের পর বড়সড় সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ন’টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হল। রাষ্ট্রপতি ভবন বিজ্ঞপ্তি জারি করেছে।
চলতি বছর মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ারকে ঝাড়খণ্ডের নয়া রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হল। অন্যদিকে, ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের দায়িত্ব পেলেন।
ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন অসমের প্রাক্তন সাংসদ রমেন ডেকা। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী সিএইচ বিজয়শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল হয়েছেন। পঞ্জাবের রাজ্যপাল হলেন গুলাবচন্দ কটরিয়া। তিনি অসমের রাজ্যপাল ছিলেন। সিকিমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য অসমের দায়িত্ব পেলেন। লক্ষ্মণ প্রসাদ আচার্য মণিপুরের দায়িত্বও সামলাবেন। হরিভাউ কিষাণরাও বাগড়ে রাজস্থানের রাজ্যপাল হলেন। ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার, ওমপ্রকাশ মাথুর সিকিমের রাজ্যপাল হলেন। পাশাপাশি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হলেন প্রাক্তন আইএএস অফিসার কে কৈলাশনাথন। তিনি মোদী ঘনিষ্ঠ বলেই পরিচিতি।
শোনা যাচ্ছে, বাংলাতেও রাজ্যপাল বদল হতে পারে। সম্প্রতি রাজ্যপাল আনন্দ বোসকে নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নির্যাতিতা খোদ রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন। বাংলার রাজ্যপালকে নিয়ে রাষ্ট্রপতি ভবন কী সিদ্ধান্ত নেয়, তার অপেক্ষায় রাজ্য।