আরও ১০টি চিকিৎসা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি! মোট কত জায়গায় সুবিধা মিলবে রাজ্য সরকারি কর্মীদের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাড়ানো হল রাজ্যের সরকার কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত বেসরকারি হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। জানা যাচ্ছে, আরও ১০টি চিকিৎসা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে। সারা বাংলা এবং ভিন রাজ্য মিলিয়ে মোট ১৬৫টি বেসরকারি হাসপাতাল ও ২৬টি পরীক্ষা কেন্দ্র যুক্ত হল তালিকায়। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে তালিকায়। নতুন মাল্টি স্পেশালিটি হাসপাতালও অন্তর্ভুক্ত হয়েছে।
উল্লেখ্য, নথিভুক্ত বেসরকারি হাসপাতাল ও পরীক্ষা কেন্দ্রে সপরিবারে চিকিৎসা করালে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান প্রকল্পের আওতাভুক্ত রাজ্য সরকারের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীরা। ২ লক্ষ টাকার বেশি খরচ হলে অতিরিক্ত অর্থের জন্য বিল পেশ করতে হয়।
রাজ্যের সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা থেকে দূরের জেলাগুলিতে অনেক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান নথিভুক্ত রয়েছে। ভিন রাজ্যে এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে ভেলোর-সহ মোট নটি হাসপাতাল। ভিন রাজ্যে চিকিৎসা করতে হলে আগাম অনুমোদন নেওয়ার ব্যবস্থা চালু হয়েছে এখন।