দেশ বিভাগে ফিরে যান

কর্মী আকালে ভারতীয় রেল, নিয়োগ বিজ্ঞপ্তি মাত্র আট হাজারের!

July 29, 2024 | 2 min read

————ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখন ভারতীয় রেলে শূন্যপদের সংখ্যা প্রায় দেড় লক্ষ। কর্মীর অভাবের জেরে ধুঁকছে রেল। ট্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ রসাতলে। যার জেরে গত ক’বছরে দেশের নানান প্রান্তে অজস্র প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছে। দুর্বল পরিকাঠামো থেকে প্রশিক্ষিত কর্মীর অভাব সর্বত্র। এই অবস্থাতেও দেশজুড়ে মাত্র আট হাজার নির্দিষ্ট করে বললে ৭,৯৫১ নন-গেজেটেড পদে লোক নিয়োগ করতে চলেছে রেল। বাংলার ভাগ্যে জুটেছে মাত্র ৮৫১টি পদ।

১৮ থেকে ৩৬ বছর বয়সী সফল প্রার্থীদের মাসিক বেতন হবে ৩৫,৪০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকা। অনলাইনে আবেদনপত্র জমার প্রক্রিয়া আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। ২৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তা চলবে। ইচ্ছুক প্রার্থীরা www.rrbkolkata.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

ভারতীয় রেলের গ্রুপ-সি পদমর্যাদার কর্মী নিয়োগ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলের অধীনে ২১টি আরআরবি রয়েছে। বাংলায় রয়েছে তিনটি, কলকাতা, মালদহ ও শিলিগুড়ি। সংশ্লিষ্ট তিনটি আরআরবিতে শূন্যপদের সংখ্যা যথাক্রমে, ৬৬০, ১৬৩ এবং ২৮টি। নিয়মানুযায়ী, একজন আবেদনকারী এবার একটি মাত্র আরআরবির জন্যই আবেদন করতে পারবেন। দেশজুড়ে বিভিন্ন আরআরবিতে পরীক্ষায় বসার সুযোগ কেউ আর পাবেন না। অতীতে যেকোনও রাজ্য থেকে রেলের চাকরির পরীক্ষায় বসা যেত। এই নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্র। একজন পরীক্ষার্থী কয়েকটি আরআরবিতে আবেদন করতে পারতেন, সেটা আর হবে না।

রেল জানিয়েছে, একজন প্রার্থী একাধিক আরআরবির জন্য আবেদন করলে তা বাতিল করা হবে। ভবিষ্যতে আরআরবি আয়েজিত পরীক্ষায় বসার সুযোগও হারাবেন তিনি। সংশ্লিষ্ট পদে দু’দফায় পরীক্ষা হবে। প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট। তাতে ১০০টি প্রশ্নের সঠিক জবাব দিতে হবে ৯০ মিনিটে। দ্বিতীয় ভাগে দু’ঘণ্টার সিবিটি। সেখানে ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। সফল পরীক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে মেডিক্যাল পাশ করলেই নিয়োগ মিলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railways, #Railways Recruitment, #India

আরো দেখুন