ঝাড়গ্রামে শুরু শ্রাবণী মেলা, লোকসংস্কৃতি ও পর্যটন উৎসব, উপচে পড়ল ভিড়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার থেকে ঝাড়গ্রামের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শ্রাবণী মেলা, লোকসংস্কৃতি ও পর্যটন উৎসব শুরু হল। বৃষ্টি উপেক্ষা করে মেলাকে ঘিরে সাধারণ মানুষ ও পর্যটকদের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রথমদিন থেকেই মেলায় পর্যটকদের ঢল নামে। ২০তম বর্ষের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ-সহ জনপ্রতিনিধিরা। ১৮ আগস্ট পর্যন্ত মেলা চলবে।
মেলার পাশাপাশি ২০দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্য থেকেও বহু মানুষ এই মেলায় আসেন। মেলা কমিটির আশা, এ বছর সমস্ত ভিড়ের রেকর্ড ছাপিয়ে যাবে। ব্যবসায়ীরা প্রতি বছর মেলায় আসেন। বিপুল পরিমাণে বিক্রিও হয়। জানা গিয়েছে, এ বছর মেলায় ৩০০টির বেশি স্টল রয়েছে।