খেলা বিভাগে ফিরে যান

এক নজরে দেখে নিন প্যারিস অলিম্পিকে আজ সোমবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

July 29, 2024 | < 1 min read

ব্যাডমিন্টন
১২:০০- সাত্বিক-চিরাগ জুটি বনাম মার্ক মার্ভিন জুটি

১২:৪৫- অশ্বিনী-তানিশা জুটি বনাম জাপানের মাতশুয়ামা-শিদা জুটি

৫:৩০- লক্ষ্য সেন বনাম জুলিয়েন করাগ্গি

শুটিং (ফাইনাল)

১:০০- রমিতা জিন্দাল
১০ মিটার এয়ার রাইফেল (মহিলা)

১২:৪৫-
মনু বাকের ও সরবজ্যোৎ জুটি বনাম রিদিম সংওয়ান ও অর্জুন চিমা (মিক্সড টিম কোয়ালিফিকেশন)

১:০০- পৃথ্বীরাজ তোন্ডাইম্যান ( পুরুষদের ট্র্যাপ কোয়ালিফিকেশন)

৩:৩০- অর্জুন বাবুতা
১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ)

হকি (পুরুষ)
৪:১৫- ভারত বনাম আর্জেন্টিনা

তীরন্দাজ
ভারতীয় পুরুষ দল কলম্বিয়া অথবা তুরস্কের সাথে মুখোমুখি হবে কোয়ারটার ফাইনালে।

টেবিল টেনিস
রাত ১১:৩০- রাউন্ড
অফ ৩২ ( মহিলা সিঙ্গেলস)

সৃজা আকুলা বনাম জেঙ জিয়ান

TwitterFacebookWhatsAppEmailShare

#paris, #paris olympics, #Paris Olympics 2024, #Olympic games

আরো দেখুন