রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গ BJP-তে সাফাই অভিযান! রাজ্য কমিটির কোন নেতাদের ডানা ছাঁটার ইঙ্গিত?

July 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমেই বাংলার বিজেপির মাটি আলগা হচ্ছে। লোকসভা ভোট ও তারপর উপ নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটেনি। দলের কোন্দল বারবার প্রকাশ্যে আসছে। ভোটের ফলাফল নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে কোন্দল বেআব্রু হয়েছে। বঙ্গভঙ্গ নিয়ে দলের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। সুকান্ত উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযুক্তির দাবি জানিয়েছেন। যার বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। আবার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবের সুরে সুর মিলিয়ে মালদহ-মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে আনার দাবিতে সরব মুর্শিদাবাদের বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ। তা নিয়েও পদ্ম শিবিরের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। উত্তরবেঙ্গর বিধায়কদের একাংশ পৃথক রাজ্যের দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন। দক্ষিণবঙ্গের গেরুয়া নেতারা বাংলা ভাগের বিপক্ষে। দলীয় পরিসরে ও পরিষদীয় স্তরে বঙ্গ বিজেপির অনৈক্য স্পষ্ট হচ্ছে।

দিল্লির বিজেপি নেতাদের বক্তব্য, গোষ্ঠীদ্বন্দ্বের ফল ভুগছে বিজেপি। বিধানসভা, পুরসভা, লোকসভা ভোটে নেতাদের মধ্যে চরম বিরোধের জেরে ভুগছে গেরুয়া শিবির। সূত্রের খবর, বঙ্গ বিজেপির অনেক নেতা নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলেন না। সাংবাদমাধ্যমে লম্বা চওড়া ভাষণ দিয়ে নিজেদের মাতব্বর ভাবেন, যাঁদের সরিয়ে দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য কমিটির বড় পদে থাকা সিংহভাগ নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় বিজেপির নেতারা। খুব শীঘ্রই নতুন মুখ আনা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #West Bengal, #bjp, #BJP West Bengal

আরো দেখুন