খেলা বিভাগে ফিরে যান

Paris Olympics 2024: মঙ্গলবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

July 30, 2024 | < 1 min read

শুটিং

১২.৩০- শ্রেয়সী সং, রাজেশ্বরী কুমারী।
১২.৩০- পৃথ্বীরাজ টন্ডাইমান।
১.০০- এয়ার পিস্তল মিক্সডের ফাইনালে মনু-সরবজিৎ জুটি।

রোয়িং

১.০০- বলরাজ পানওয়ার (কোয়ার্টার ফাইনাল)।

অশ্বারোহণ

২.৩০- অনুশ আগরওয়ালা।

হকি (পুরুষ)

৪.৪৫- ভারত বনাম আয়ারল্যান্ড।

তীরন্দাজি

৫.১৪: অঙ্কিতা ভকৎ।

৫.২৭: ভজন কৌর।

ব্যাডমিন্টন

০৫.৩০- ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান এবং মুহাম্মাদ আরদিয়ান্তোর বিরুদ্ধে খেলবেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি-চিরাগ শেঠি জুটি।

বক্সিং

৭.১৬ – পুরুষদের ৫০ কেজি রাউন্ড-অফ-১৬ ম্যাচে অমিত পাংঘল বনাম জাম্বিয়ার প্যাট্রিক চিনেম্বা।

৯.৩০ – মহিলাদের ৫৭ কেজি রাউন্ড-অফ-৩২ ম্যাচে জেসমিনের মুখোমুখি হবেন ফিলিপাইনের নেস্তি পেটেসিও।

রাত ১.০৬- প্রীতি পাওয়ার বনাম কলম্বিয়ার ইয়েনি আরিয়াস মহিলাদের ৫৪ কেজি রাউন্ড-অফ-১৬ ম্যাচে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#schedule, #Paris Olympics 2024, #India

আরো দেখুন