খেলা বিভাগে ফিরে যান

INDvsSL: সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত, সিরিজ ৩-০ জয়ী টিম ইন্ডিয়া

July 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ তৃতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।

টসে জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন গিল, রিয়ান করেন ২৬ ও ২৫ রান করেন ওয়াশিংটন সুন্দর। তিনটি উইকেট নেন থিক্সানা, ২টি উইকেট নেন হাসরাঙ্গা। ১টি করে উইকেট নেন মেন্ডিস, ফার্নান্দো ও উইক্রেমাসিংঘে।

ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। শেষের ওভারের দিকে ২টি করে উইকেট নেন রিঙ্কু সিং ও অধিনায়ক সূর্য কুমার যাদব। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ করে শ্রীলঙ্কা। ম্যাচ টাই হয়ে যায়। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ০.৩ ওভারে ২/২ করে শ্রীলঙ্কা। জবাবে ০.১ ওভারে ৪/০ রান করে ম্যাচ জিতে যায় ভারত। এই ম্যাচ জিতে ৩-০ সিরিজ জয় করল ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sri Lanka, #t20, #India, #Cricket

আরো দেখুন