রাজ্য বিভাগে ফিরে যান

দুগ্গাপুজো উপলক্ষ্যে কতদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা?

July 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোর সময় অফিস, স্কুল, আদালত ইত্যাদি সব ছুটি থাকে। যা মাথায় রেখে অনেকেই ঘোরার প্ল্যান করেন।

কবে থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে?

৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজো। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ অক্টোবর থেকে অফিসে ছুটি পড়বে। লক্ষ্মীপুজোর পরদিন অর্থাৎ ১৯ তারিখ পর্যন্ত ছুটি থাকবে। ২০ অক্টোবর শনিবার পড়ছে, অধিকাংশ সরকারি অফিস শনিবার ছুটি থাকে। ২১ তারিখ রবিবার, সে’সব অফিস ২২ তারিখ খুলছে। ১৬ দিন রাজ্য সরকারি অফিস ছুটি থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Pratima, #Holiday, #govt holidays, #Durga pujo 2024, #West Bengal

আরো দেখুন