← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
অলিম্পিকের মেডেলে আইফেল টাওয়ার!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্যারিস অলিম্পিকের পদকে রয়েছে বিশেষত্ব। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আইফেল টাওয়ার। বহু ইতিহাসের সাক্ষী প্যারিসের আইফেল টাওয়ারের ছোঁয়া থাকছে এবারের অলিম্পিক্সের পদকে। যে লোহা দিয়ে আইফেল টাওয়ার তৈরি হয়েছে, সেই লোহা থাকছে অলিম্পিকের প্রতিটি পদকে। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনও দেশ, তাদের জাতীয় মনুমেন্টের অংশ ব্যবহার করছে।
প্রতিটি পদকে আইফেল টাওয়ারে ব্যবহৃত ১৮ গ্রাম লোহা থাকছে। পদকের ষড়ভুজ আকৃতির অংশে ব্যবহৃত হয়েছে লোহা। গোল চাকতির মাঝে থাকছে ষড়ভুজ আকৃতির অংশ। ফ্রান্সের এক অলঙ্কার নির্মাণ সংস্থা এবারের অলিম্পিকের পদক তৈরি করেছে।