কলকাতা বিভাগে ফিরে যান

দলে পদ পেয়েই ধরাকে সরা জ্ঞান, কাদের নিশানা বেসুরো গেরুয়া বিধায়কের

July 31, 2024 | 2 min read

বেসুরো BJP বিধায়ক অশোক নিন্দা!

দৃষ্টিভঙ্গি, নিউজ ডেস্ক: ফের দলের অস্বস্তি বাড়ালেন বেসুরো বিধায়ক অশোক দিন্দা। ময়নার বিজেপি বিধায়ক বলেন, দলে পদ পাওয়ার পর নেতারা জেলা সভানেত্রী, বিধায়কদের সম্মান করছেন না। দলে ইচ্ছেমতো লাঠি ঘোরাচ্ছেন। ধরাকে সরা জ্ঞান করছেন। কার্যত বিজেপি নেতাদের তুলোধোনা করলেন অশোক দিন্দা। শনিবার হলদিয়া টাউনশিপে তমলুকের নবনির্বাচিত সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার অনুষ্ঠান ছিল। নিজের ক্ষোভ উগরে দেন বিজেপি বিধায়ক। পঞ্চায়েত প্রধান হওয়ার পর কয়েকজন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলেও ইঙ্গিত করেন তিনি।

শোনা যায়, বিজেপি বিধায়কের সঙ্গে দলের সহ-সভাপতি আশিস মণ্ডলের সাপে-নেউলে সম্পর্ক এখন। বিধায়ককে শিক্ষা দিতে আশিস নব নির্বাচিত সাংসদকে নিজের এলাকায় নিয়ে যাচ্ছেন। দু’জনের রেষারেষি চরমে পৌঁছেছে। ভোটের সময় দু’জনের মধ্যে হাতহাতির অবস্থা হয়েছিল। শনিবারের সভায় সে’প্রসঙ্গও টেনে আনেন অশোক। জেলা সভানেত্রী তাপসী মণ্ডলকে বিচারের দায়িত্ব দিয়েছেন ময়নার বিধায়ক। হলদিয়ার অনুষ্ঠানে অশোক জেলা সহ সভাপতি আশিস মণ্ডলকে ইঙ্গিত করে চাঁচাছোলা ভাষায় বক্তব্য রেখেছেন বলেই মনে করছেন অনেকে। সংবর্ধনা সভায় ময়নার বিধায়ক বলেন, সংগঠন মজবুত করতে হবে। সংগঠনে যাঁরা উপরে আছেন তাঁদের সম্মান করতে হবে। জেলা সভানেত্রী, বিধায়কদের কেউ সম্মান করেন না। সহ সভাপতিকে সম্মান করেন না। প্রাক্তন জেলা সভাপতিকে কেউ পাত্তা দেন না। পার্টিতে পদ পেয়ে ভাবছেন, তিনি সব। পদ মিলেছে তাই লাঠি ঘোরাবেন।

ময়নার বিজেপি বিধায়ক বলেন, দলের মধ্যে সমন্বয় তৈরি করা জরুরি। অঞ্চলভিত্তিক সমন্বয় কমিটি গড়া হোক। সবাইকে মর্যাদা দিতে হবে। ধরাকে সরা জ্ঞান করা উচিত নয়। মানসিকতার বদল ঘটাতে হবে। ২০২৬সালের আগে দলকে মজবুত করতে হলে সমন্বয়ের উপর জোর দেওয়া দরকার।

বিজেপির জেলা সহ সভাপতি আশিস মণ্ডলের কথায়, তাঁর সঙ্গে পার্টির কারও রেষারেষি নেই। সাংগঠনিক দায়িত্বে থেকে যেটুকু করা প্রয়োজন তাই করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #Ashok Dinda, #Medinipur, #bjp

আরো দেখুন