কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় শুরু হচ্ছে বরোভিত্তিক হকার সমীক্ষা, কাজে নামছে বিপুল সংখ্যক কর্মী

July 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলছে হকার সমীক্ষা, অ্যাপের মাধ্যমে ডিজিটালি সমীক্ষা করা হচ্ছে। এবার কলকাতায় বরোভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, বুধবার থেকে সার্ভে শুরু হচ্ছে। এর জন্য ৫৬০ জন পুরকর্মীকে কাজ নমানো হচ্ছে।

মঙ্গলবার, পুরসভায় বৈঠক হয়। প্রতিটি বরোর এগজিকিউটিভদের বৈঠকে ডাকা হয়েছিল। পুরসচিব স্বপনকুমার কুণ্ডু ছিলেন বৈঠকে। হকার পুনর্বাসনের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার যত তাড়াতাড়ি সম্ভব সমীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে সমীক্ষা শেষ করে রিপোর্ট তৈরি করা হবে।

১৬টি বরো অঞ্চলের জন্য বিপুল সংখ্যক পুরকর্মীকে কাজে নামানো হচ্ছে। প্রশিক্ষণ দিয়ে তাঁদের ধাপে ধাপে কাজ করানো হবে। ইতিমধ্যেই নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট, বেহালার একাংশ এবং ধর্মতলার চৌরঙ্গি মোড় থেকে গ্র্যান্ড হোটেল পর্যন্ত রাস্তার দু’ধারে সমীক্ষা হয়েছে। প্রায় সাড়ে সাত হাজার হকার তালিকাভুক্ত হয়েছেন সেখানে। দ্বিতীয় দফায় উত্তর কলকাতার বউবাজার, কলেজ স্ট্রিট, শিয়ালদহ এলাকা, দক্ষিণ কলকাতার এস পি মুখার্জি রোড এবং আশুতোষ মুখার্জি রোড, মধ্য কলকাতার চাঁদনি চক চত্বর ও এস এন ব্যানার্জি রোড এবং বেহালার ডায়মন্ডহারবার রোডের দু’ধারে ঠাকুরপুকুর, জোকা পর্যন্ত সমীক্ষার চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #kolkata municipality, #Hawker Survey

আরো দেখুন