নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্য প্রকল্পের আওতাধীন রাজ্য সরকারি কর্মীদের জন্য বাড়তি সুবিধা দেবে রাজ্য। চোখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি ইনজেকশন বিনামূল্যে পাবেন সরকারি কর্মীরা। ইনজেকশনের নাম ‘লুসেনটিস’। ইনজেকশনটি রেটিনার চিকিৎসায় ব্যবহার হয়। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাঁদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, তাঁদের ওষুধটির প্রয়োজন।
এতদিন স্বাস্থ্য প্রকল্পে এই ইনজেকশনের জন্য ৪৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেত। এবার থেকে পুরো মূল্যই পাবেন কর্মীরা। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়েছে, ওষুধটির অর্থমূল্যের পুরোটাই দেওয়া হবে। কিন্তু দাম ৫০ হাজার টাকা অতিক্রম করলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের আগাম অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। ১০০ মিলিলিটার হিউম্যান অ্যালবুমিনের (২০ শতাংশ) জন্য স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।