রাজ্য বিভাগে ফিরে যান

‘বিষাক্ত’ সামুদ্রিক সাপের দেখা মিলল বকখালিতে

July 31, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিঘার পর এবার বকখালি। সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত ইয়েলো বেলিড সাপের। আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। রবিবার থেকেই সমুদ্র সৈকতে সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন।

উল্লেখ্য, বছর খানেক আগে এই বিষাক্ত সাপের দেখা মিলেছিল দিঘা সমুদ্র সৈকতে। বিষধর প্রজাতির এই সাপ মূলত পশ্চিম উপকূলে দেখা যায়। সর্প বিশেষজ্ঞদের মতে, এই সাপের কামড়ে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই, দিঘা সমুদ্র সৈকতে এই সাপ দেখতে পাওয়ার পর যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছিল। সেই আতঙ্ক এবার বকখালিতেও। ইয়েলো বেলিড সাপটি সাধারণত শান্ত প্রকৃতির হয়। তবে এর আগে হাত পড়লে কামড়াতে পারে। এই সাপের অন্যতম বৈশিষ্ট্য এর পেটের কাছটা হলুদ রং-এর। মুখের কাছে পাখির ঠোঁটের মতো হয়।

গত শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় এই সাপটির দেখা মেলে। সপ্তাহান্তে বকখালিতে যথেষ্টই পর্যটক গিয়েছিলেন। তাঁরা যখন সমুদ্রে স্নান করছেন তখন কিছুটা দূরেই সাপটি ভাসছিল। দ্রুত এক পর্যটকের নজরে পড়লে তিনি পাড়ে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত এক সিভিল ডিফেন্সের কর্মীর দৃষ্টি আকর্ষণ করেন। সাপটি চিনতে পেরে ওই কর্মী তাঁর সহকর্মীদের ডাক দেন এবং সকলের প্রচেষ্টায় সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে।

ঘটনার পর থেকেই পর্যটকদের সতর্ক করতে সৈকতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। তাদের অনুরোধ, সমুদ্রে স্নানের সময় যেন আশেপাশে খেয়াল রাখেন পর্যটকরা। যদি এই সাপ দেখা যায় তবে যেন দ্রুত প্রশাসনকে জানানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bakkhali, #sea snake

আরো দেখুন