রাজ্য বিভাগে ফিরে যান

মালদহ-মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়তে বেনজিরভাবে মিছিল BJP বিধায়কের

August 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি দীর্ঘদিন ধরে বাংলা ভাগের দাবি সরব। কেউ আলাদা উত্তরবঙ্গ চান, কেউ কেউ আবার জঙ্গলমহলকে পৃথক করতে চান। সেগুলো মৌখিকস্তরের সীমাবদ্ধ থাকে। কিন্তু এবার বেনজিরভাবে রাজ্য ভাগের দাবিতে মিছিল করলেন বিজেপি বিধায়ক।

মুর্শিদাবাদের লালবাগে বিজেপির নেতা-কর্মীরা মিছিল বের করলেন। মালদহ ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে বেরোনো মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তাঁর দাবি, তিনি আগেই মালদহ, মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলেন।

সম্প্রতি সংসদে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবিতে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করেছিলেন নিশিকান্ত। তিনি জানিয়ে দিয়েছিলেন, বাংলার দুটি জেলা ও বিহারের তিন জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। মালদহ-মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহারকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #malda, #murshidabad, #MLA, #divisive politics

আরো দেখুন