খেলা বিভাগে ফিরে যান

Paris Olympics 2024: বৃহস্পতিবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

August 1, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিন। এদিন পদক জেতার দৌড়ে নামবে ভারতীয় দল।

একনজরে দেখে নিন কখন, কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা

শুটিং
দুপুর ১.০০: ৫০ মিটার রাইফেল ৩ পজিশন পুরুষদের ফাইনাল (স্বপ্নীল কুসলে)।
বিকেল ৩.৩০: ৫০ মিটার রাইফেল ৩ পজিশন মেয়েদের কোয়ালিফিকেশন (সিফট কৌর সামরা, অঞ্জুম মৌদগিল)।

গল্ফ
দুপুর ১২.৩০: পুরুষদের রাউন্ড ১ (গগনজিৎ ভুল্লার, শুভঙ্কর শর্মা)।

অ্যাথলেটিক্স
দুপুর ১২.৫০: মহিলাদের ২০ কিমি রেস ওয়াক (প্রিয়াঙ্কা গোস্বামী)।

ব্যাডমিন্টন
পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ১৬ এবং মহিলা ডাবলস কোয়ার্টার ফাইনাল (যোগ্যতা সাপেক্ষে)।

হকি
দুপুর ১.৩০: পুরুষদের গ্রুপ বি (ভারত বনাম বেলজিয়াম)।

বক্সিং
দুপুর ২.৩০: মহিলাদের ৫০ কেজি রাউন্ড অফ ১৬ (নিখাত জারিন বনাম উ ইউ)।

তীরন্দাজি
দুপুর ২.৩০: পুরুষদের ব্যক্তিগত ১/৩২ এলিমিনেশন (প্রবীণ রমেশ যাদব)।

সেইলিং

বিকেল ৩.৪৫: পুরুষদের ডিঙ্গি রেস ১|২ (বিষ্ণু সারাভানান)।
টিবিডি (রেস ২ এর পরে): পালতোলা – পুরুষদের ডিঙ্গি রেস ১|২ (বিষ্ণু সারাভানান)।
সন্ধ্যা ৭.০৫: মহিলাদের ডিঙ্গি রেস ১|২ (নেত্রা কুমানন)।
টিবিডি (রেস ২ এর পরে): সেলিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#schedule, #Paris Olympics 2024, #India

আরো দেখুন